সিনপাট - একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স
- Shakib Chowdhury
- May 25, 2024
- 2 min read
। রেটিং – দশে ৮ ।

আরাম করে বাসায় বসে চরকিতে ‘সিনপাট’ দেখে নিলাম। ‘সিনপাট’ হচ্ছে সমাজ থেকে যারা বিতারিত, মানুষ খারাপ না হয়ে খারাপ কাজে লিপ্ত এসব মানুষদের নিয়ে।
দ্যা গুড – বাংলাদেশে যত পুরস্কার আছে যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড ইত্যাদি সব এক ব্যাচ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামকে এখুনি দিয়ে দেয়া উচিৎ। কারণ সে দুইবার দেখায় দিল যে তার মতো ক্যামেরা বাংলাদেশে আর কেউ চালাতে পারে না। তার মতো কাইনেটিক গল্প এই দেশে কেউ বলতে পারে না। গল্প হয়তো অত শক্ত না, কিন্ত তাতে কি? আমি আবারো উড়ে গেলাম শুধু তার শুটিং আর এডিটিং কাজ দেখে। দুই টাকার বাজেট দিয়ে কিভাবে লাখ টাকার বড়লোকি প্রোডাকশন দেখাতে হয় সেটা মোহাম্মদ তাওকীর ইসলাম থেকে ভালো আর কেউ জানে না। বড় বড় ফ্রেমিং, হাজার হাজার নাইট শট, প্রচণ্ড ফ্রি ফ্লোইং ক্যামেরার কাজ - এগুলো চাট্টিখানি কথা নয়। প্রচুর ঘিলু আর ঘাম লাগে এসব করতে। আমার তো মনে হচ্ছিল আমি বাংলাদেশী না, বরং সাউথ ইন্ডিয়ান অথবা সাউথ আমেরিকান ক্রাইম থ্রিলার দেখছিলাম! অত্যন্ত অসাধারণ মেকিং।
দ্যা ব্যাড – যেটা একটু করে বললাম, গল্পটা অত শক্ত না। গল্পের উপস্থাপনা শাটিকাপ থেকে ভালো হয়েছে, কিন্তু আরো ভালো, আরো ভালো দরকার। আরো ম্যাজিক লাগবে। নির্মাতার মেকিং’এ যে ম্যাজিক আছে সেটা গল্পেও আনতে হবে। তাহলে মোহাম্মদ তাওকীর ইসলাম ধুম করে একদম বাংলাদেশের প্রথম সারির স্টোরিটেলার হয়ে যাবেন। তাওকীর ভাইয়া আমার, প্লিজ নেক্সট প্রজেক্টে যেভাবে পারেন আরো বেটার স্টোরিটেলিং করেন। আপনি মনে হয় বুঝতে পারছেন না আপনি কি ম্যাজিক নিয়ে বসে আছেন।
দ্যা অসহ্য – আমার কাছে কোনকিছু অসহ্য মনে হয় নাই। সাউন্ডের কাজ আরো ভালো হতে পারত, কিন্তু অসুবিধা নাই। অনেক গালিগালাজ আছে, কিন্তু এই শ্রেণীর লোকজন এভাবেই কথা বলে। তাই শুনতে খারাপ লাগে নাই।
দ্যা শেষ কথা – বাংলাদেশের নির্মাতারা টেকনিক্যালি কত এগিয়ে যাচ্ছে তা বুঝতে চাইলে অবশ্যই এটা দেখবেন। ক্রাইম থ্রিলার ড্রামা দেখতে চাইলে অবশ্যই এটা দেখবেন। সগৌরবে চলছে চরকিতে।
যারা পাইরেসি করে দেখছেন/দেখবেন তারা আর কখনো বাংলাদেশ নিয়ে কোন সমালোচনা করবেন না। কারণ আপনিও এখন চোর।
লিখেছেন শাকিব চৌধুরী
Comments