top of page
Search

শনিবার বিকেল - মাস্টারপিস?

  • Writer: Shakib Chowdhury
    Shakib Chowdhury
  • May 25, 2024
  • 2 min read

| রেটিং - দশে ৯.৫ |

 



সারওয়ার ভাইয়ের ছবি মানেই অনেক আলোচনা, সমালোচনা ইত্যাদি। শনিবার বিকেল ছবি বের হবার আগেই আমার মতো লোকজন জানত এটা একটা সিঙ্গল শট ফিল্ম। অর্থাৎ পরিচালক অ্যাকশান বলবে ছবির শুরুতে, আর কাট বলবে ছবির শেষে। এ ধরণের ছবি শুট করা দুর্বিষহ ব্যাপার। প্রত্যেকটা অভিনেতার সব সংলাপ আর চালচলন মুখস্ত রাখতে হয়। সারাক্ষন চরিত্র ধরে রাখতে হয়। পরিচালক ও চিত্রগ্রাহকের মুখস্ত রাখতে হয় ঠিক কখন কোথায় কি হচ্ছে। একটা ভুল হলে আবার প্রথম থেকে শুরু। এইসব বিভিন্ন কারণে এই ছবি দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। তারপর কি হল সবাই জানেন। বাংলাদেশ সেন্সর বোর্ড ছবিটা পাশ করলো না। আমি আজকে ছবিটা দেখলাম। এখনও জানি না কেন হলে মুক্তির জন্য ছবিটা সেন্সর পায় নাই।

 

দ্যা গুড - ছবিটা আমার কাছে মোর ওর লেস পারফেক্ট। অনেক মেধা খরচ হয়েছে এই চিত্রনাট্যর উপর। প্রত্যেকটা সিকুয়েন্স ও প্রত্যেকটা সংলাপ ছবির জন্য জরুরি। যে চরিত্র ক্যামেরায় কথা বলেছে, সে তার সেরাটাই দিয়েছে। ইন্তেখাব দিনার আমার কাছে উনার লাইফের বেস্ট পারফর্মেন্স দিয়েছেন। এরকম রোল উনি করতে পারেন আমার ধারণাই ছিল না। তিশা অশম্ভব ভালো অভিনয় করেছেন। আমার দোস্ত ঈরেশ জাকের দারুণ করেছে। শাওনের হেড শেফ চরিত্র দারুণ লেগেছে। আর দারুণ লেগেছে দ্যা গ্রেট জাহিদ হাসান। জাস্ট অসাধারণ। ইন্ডিয়ান অভিনেতা পরম্ব্রত ভালো করেছেন, কিন্তু তার বাংলা অ্যাকসেন্ট একটু ইয়ে ছিল আরকি।

 

কাহিনী খুব যত্ন নিয়ে সাজানো হয়েছে। প্রথম থেকেই একটা থমথমে, দম বন্ধ হয়ে আসা ভীতিকর পরিস্থিতি। মনে হয় যেকোনো সময় যে কোন কিছু হয়ে যেতে পারে। এবং তাই হয়। হঠাৎ করে কিছু জিনস ঘটে যায় যেটা আপনাকে কঠিন ভাবে নাড়া দেবে। এই দারুণ চিত্রনাট্য ও পরিচালনার জন্য সারওয়ার ভাইকে স্যালুট!

 

দ্যা ব্যাড - ছবির শুরুটা কি একটু অ্যাবরাপ্ট? হয়ত। আমার কাছে লাগেনি।

 

দ্যা অসহ্য - ছবিটাকে আমি মাস্টারপিস উপাধি দিতাম যদি সাউন্ড ডিজাইন ভালো হতো। বরাবরের মতো ফোলি সাউন্ড অর্থাৎ আবহ আওয়াজ এর কাজ খুবই নিম্নমানের হয়েছে। তাতে করে জিনিসটা নাটক লেগেছে, সিনেমা লাগে নাই। সিনেমার জন্য দরকার খুব সুন্দর আবহ আওয়াজ। কেউ হেটে গেলে তার পায়ের আওয়াজ, কেউ নড়াচড়া করলে তাদের কাপড়ের আওয়াজ ইত্যাদি। চিত্র এবং শব্দের সংমিশ্রণেই পরিচালক একটা কাল্পনিক জগত তৈরি করেন যেখানে আমরা ডুব দিতে পারি। ঠিকঠাক শব্দ না থাকলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়ে উঠে না। তখন সেই কাল্পনিক জগতে হারিয়ে যেতে সমস্যা হয়।

 

দ্যা শেষ কথা - সুযোগ পেলে অবশ্যই ছবিটা দেখবেন। নিঃসন্দেহে এটা সারওয়ার ভাইয়ের সেরা কাজ। শুধু বলে রাখি ছবিটা দেখতে একটু কষ্ট হতে পারে যেহেতু আমাদের অনেক কাছের একটা ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। তবে ছবির গল্পের সাথে ঢাকার মাটিতে যা ঘটেছিল তার তেমন মিল নেই। কিছু উগ্রবাদি একটা রেস্টুরেন্টের মানুষদের জিম্মি করে। এই হচ্ছে মিল।

 

আমার ভয় ছিল ছবিটা বিশাল নেগেটিভ কিছু একটা হবে। কিন্তু না। আমার কাছে ছবির মেসেজটা খুব পজিটিভ লেগেছে।

  • লিখেছেন শাকিব চৌধুরী

 
 
 

Comments


bottom of page