অন্তরজাল - একটি টোটাল ডিজাস্টার
- Shakib Chowdhury
- May 25, 2024
- 1 min read
। রেটিং - দশে ২ ।

দীপংকর দীপনকে আমরা প্রথম চিনি ২০১৭ সালের "ঢাকা অ্যাটাক" ফিল্ম দিয়ে। ছবিটা ছিল একটা প্রপার ব্লকবাস্টার সিনেমা। এরপর দীর্ঘ ৫ বছর পর আবার পরিচালক হিসাবে ফিরত আসলেন তিনি "অন্তরজাল" ছবি নিয়ে। মনে হয় আরেকটু অপেক্ষা করার দরকার ছিল।
দ্যা গুড - সিয়াম ও রওনক হাসান।
দ্যা ব্যাড - বকি সব। অভিজ্ঞ অভিনেতা, নতুন অভিনেতা সবাই দিয়েছেন নতুন কুড়ি লেভেলে শিশুসুলভ পারফর্মেন্স। । অবশ্যই এর মুলে পচা স্ক্রিপ্ট ও লারেলাপ্পা পরিচালনা। লিখিত কথা ও মুখের কথার মধ্যে যে পার্থক্য আছে সেটা নির্মাতা ভুলে গেছেন বলে মনে হয়েছে। দীপংকর দীপন একটু মেলোড্রামাটিক স্টাইলে সংলাপ পছন্দ করেন, কিন্তু সেই সংলাপ কিভাবে একজন অভিনেতা বলবেন সেটা বুঝিয়ে দিতে হবে। একমাত্র সিয়াম ও রওনক হাসান ভারি সংলাপগুলো কনভিকশন দিয়ে বলতে পেরেছেন। বাকিরা হিমশিম খেয়ে জগাখিচুরি পাকিয়েছেন।
দ্যা অসহ্য - ছবির প্রথম ১০ মিনিট হতে হবে চুম্বকের মত আকর্ষণীয়। ১০ মিনিটে কিন্তু আমরা বুঝে যাই ছবির টোন। অন্তরজালের প্রথম ২৫ মিনিট এত অ্যামেচার মেকিং যে ছবির মধ্যে আর ঢুকতেই পারিনি। এবং তারপর আসলেই দেখলাম যে পুরো ছবিটাই অ্যামেচার লেভেলে।
দ্যা শেষ কথা - আমার বাংলা ছবির বাজে সমালোচনা করতে ভালো লাগে না, কিন্তু এই ছবি ভালো হয় নাই। আশা করি দীপংকর দীপন পরের ছবিতে এর থেকে ভালো কিছু দিবেন।
Commentaires