top of page

MR -9: Do or Die - ছবির নামে সার্কাস

Writer's picture: Shakib ChowdhuryShakib Chowdhury

। রেটিং - দশে শুন্য ।



দ্যা গুড - ভবিষ্যতে মাসুদ রানা চলচ্চিত্র বানালে কি কি করনিয় নয়, তার এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করে গেলেন নির্মাতা আসিফ আকবর। ছবিটা দেখতে আপনার এত কষ্ট হবে যে নিশ্চয় এর বিপরীতে অনেক গুনাহ মাফ হবে।

 

দ্যা ব্যাড - আমি জানি না, কিন্তু মনে হোল যে আসিফ আকবর ধারণা করেন বাংলাদেশের সবাই জঙ্গলে অথবা চরে থাকি এবং সেখানে টিভি নাই আর তাই আমরা কেউ জীবনে কোন ফিল্ম দেখি নাই। একই সাথে আমরা সবাই ইংরেজিতে পাকা। এছাড়া আমি কোন কারণ খুজে পাচ্ছি না কেন তিনি এত নিম্নমানের, জঘন্য একটা ছবি বানালেন যেটা আবার সম্পূর্ণ ইংরেজি ভাষায়, এবং ভাবলেন এই ছবি বাংলাদেশের দর্শকদের জন্য উপযোগী। চিন্তা করেন - বাংলাদেশের প্রথম ফিকশনাল হিরোর গল্প ইংরেজি ভাষায়। আমি কোনমতেই এটা মিলাতে পারছি না। ছবি ভালো হলে হয়তো মেনে নিতে পারতাম।

 

দ্যা অসহ্য - সব অসহ্য। মূল গল্প, সংলাপ, কাস্টিং, অভিনয়, সব অসহ্য। এবিএম সুমন মাসুদ রানা হিসাবে হাস্যকর পারফর্মেন্স দিয়েছেন। টারমিনেটর টু-তে যখন আরনল্ড শোয়ারজেনেগারের মুখ গলে রোবট মাথা বেড়িয়ে আসে, সেই রোবটের চেহারায় সুমন থেকে বেশি এক্সপ্রেশন ছিল। অবশ্য এখানে সুমন থেকে অনেক পাকা অভিনেতাও তেমন কিছু করতে পারতেন না কারণ যেটা বললাম - গল্প, স্ক্রিপ্ট, সংলাপ সব অতিমাত্রায় বাজে।

 

দ্যা শেষ কথা - মাসুদ রানা ভক্তদের প্রতি আমার আন্তরিক সহানুভুতি।

0 views0 comments

Comments


bottom of page